Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

আ.লীগ মনোনীত প্রার্থীর উপর মাগুরা বীরমুক্তিযোদ্ধা কমান্ডারের আস্থা  

মাগুরা প্রতিনিধি 

অক্টোবর ২৪, ২০২১, ০৯:৩০ এএম


আ.লীগ মনোনীত প্রার্থীর উপর মাগুরা বীরমুক্তিযোদ্ধা কমান্ডারের আস্থা  

মাগুরায় বীরমুক্তিযোদ্ধা কমান্ডার বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শিকদার মিজানুর রহমান কে ফুল দিয়ে বরন করেন এবং বিনোদন পুর ইউনিয়ন পরিষদের আওতা ভুক্ত সবাইকে নৌকায় ভোট দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত প্রার্থী শিকদার মিজানুর রহমান কে জয় যুক্ত করার আহবান জানান । 

রোববার (২৪ অক্টোবর) দুপুরে মহম্মদপুর উপজেলার ২নং বিনোদপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাবেক চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী শিকদার মিজানুর রহমানকে ফুলের মালা দিয়ে বরণ করছেন বিনোদপুর ইউনিয়ন বাসী। 

বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মন্ডল কমান্ডার বিনোদপুর ইউনিয়ন কমান্ডের এর নেতৃত্বে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার সহ ইউনিয়নের সকল ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সর্বসাধারণ কে সাথে নিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শিকদার মিজানুর রহমান কে ফুল দিয়ে অভিনন্দন জানান। আগামী ২৮ নভেম্বরে সকলে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কে বিজয়ী করার অঙ্গীকার বদ্ধ হন তারা।

এ সময় আরও উপস্থিত ছিলেন গোলাম মোহাম্মদ (সাবেক পিডিবি ডাইরেক্টর) আবদুর রাশেদ মোল্লা (সাংগঠনিক সম্পাদক মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগ) মশিউর রহমান টুকু (সভাপতি মহম্মদপুর উপজেলা কৃষকলীগ) রিপন বিশ্বাস (সদস্য জেলা স্বেচ্ছাসেবক লীগ মাগুরা। এ ছাড়া আরও স্থানীয় নেতৃবৃন্দ।

সাংবাদিক দের এক সাক্ষাৎ কারে শিকদার মিজানুর রহমান বলেন, সাম্প্রতিক মাগুরা ঘিরে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তারি ধারাবাহিকতায় কিছু ব্যাক্তি আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার উদ্দেশ্যে ভাড়া করে লোক এনে বিদ্রোহিতা পোষণ এবং আওয়ামী জনগণের মাঝে সংঘর্ষ বাঁধিয়ে নিজ উদ্দেশ্য পূরনের জন্য পায়তারা করছেন। এ সকল ব্যাক্তির আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে প্রতি হিংসায় মেতে উঠেছেন। তাদের অসৎ উদ্দেশ্য বিনোধপুর ইউনিয়ন পরিষদের জনগণ ঘৃণা অবজ্ঞা ভরে প্রত্যাখ্যান করেছেন। 

বিনোধপুর ইউনিয়ন পরিষদের জনগণ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন চান। 

আমারসংবাদ/কেএস