Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

বাসাইলে নিষিদ্ধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

অক্টোবর ২৬, ২০২১, ০৯:৪০ এএম


বাসাইলে নিষিদ্ধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস

টাঙ্গাইলের বাসাইলে নিষিদ্ধ চায়না জালের বিরুদ্ধে অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কাউলজানী ইউনিয়নের চকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩০টি চায়না জাল ও ৭টি কারেন্ট জাল আটক করেন বাসাইল উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে। চায়না জালের আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা এবং কারেন্ট জালে মূল্য ৫হাজার টাকা। পরে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বাসাইল উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে বলেন, চায়না জাল দিয়ে মাছ শিকার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ছোট মাছ রক্ষাতে ও উৎপাদন বৃদ্ধির স্বার্থে এবং মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ এ ধরনের জালের ব্যবহার বন্ধে নিয়মিতভাবে অভিযান অব্যাহত থাকবে।

আমারসংবাদ/কেএস