Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

রুম্মান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

অক্টোবর ২৭, ২০২১, ০৯:০০ এএম


রুম্মান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ঝালকাঠির নলছিটিতে কলেজ ছাত্র রুম্মানের হত্যাকারিদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। 

বুধবার (২৭ অক্টোবর) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যলয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন রুম্মানের পরিবার ও এলাকাবাসী।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, রুম্মানের মা হেরেনা বেগম, চাচা রুবলে, মামলার বাদী মিঠু বিশ্বাস, হনুফা বেগমসহ  কয়েকজন এলাকাবাসী। 

বক্তারা বলেন, ১০ মাসেও মামলার ২২ আসামির মধ্যে একমাত্র আল-মামুন ছাড়া আর কেউই জেল হাজতে নেই। এমামলায় ২১ জন জামিনে আছেন। এ হত্যাকাণ্ডের মূল আল মামুন, রানা, বাপ্পী, জিহাদসহ জড়িতদের সুষ্ঠু তদন্ত করে ফাঁসির দাবি করেন।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি সন্ধ্যায় ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের জিরো পয়েন্ট সংলগ্ন দপদপিয়া গ্রামে প্রতিপক্ষের হাতে নির্মম ভাবে খুন হয় বিএ প্রথম বর্ষের ছাত্র আনিসুর রহমান বিশ্বাস রুম্মান। সে লেখা পড়ার পাশাপাশি ব্রীজের টোলে আদায়ের চাকরি করত। ঘটনার পরদিন নিহত রুম্মানের চাচাতো ভাই মিঠু বিশ্বাস বাদী হয়ে ২২ জনকে আসামি করে নলছিটি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 
এ মামলায় প্রধান আসামি আল-মামুন গ্রেপ্তার আছে। এ মানববন্ধনে রুম্মানের পরিবার ও এলাকাবাসীর শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন।

আমারসংবাদ/কেএস