Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

রামপালে নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের শপথ গ্রহণ

সুজন মজুমদার, রামপাল (বাগেরহাট)

অক্টোবর ২৭, ২০২১, ১২:০৫ পিএম


রামপালে নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের শপথ গ্রহণ

বাগেরহাটের রামপাল উপজেলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ হয়েছে। 

বুধবার (২৭ অক্টোবর) বিকেল ৩ টায় উপজেলা অডিটোরিয়ামে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 

অন্যদিকে রামপালের দশটি ইউনিয়নের মধ্যে নয়টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদেরও শপথ গ্রহণ হয়েছে।

বুধবার সকাল ১১ টায় বাগেরহাট জেলা সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান রামপাল উপজেলার দশটি ইউনিয়নের মধ্যে নয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের শপথ গ্রহণ করান। 

অন্যদিকে রামপাল উপজেলার ইউপি সদস্যদের শপথ গ্রহণ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া শারমিন এর সঞ্চালনায় উপজেলার মোট ১০৮ জন ইউপি সদস্যদের এই শপথ গ্রহণ হয়েছে। 

ইউনিয়নের নয়টি করে ওয়ার্ডের মোট ৮১ জন পুরুষ ও তিনজন করে মোট ২৭ জন মহিলা ইউপি সদস্যদের তারা তাদের শপথ গ্রহণ করেছেন। বাকি গৌরম্ভা ইউনিয়নের চেয়ারম্যান সরদার আব্দুল হান্নান ডাবলু সম্প্রতি মারা যাওয়ার ওই ইউনিয়ের নির্বাচক স্থগিত করেন নির্বাচন কমিশনার। আগামী ২ নবেম্বর ওই ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

এসম অন্যান্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন-রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, রামপাল থানার ওসি মোঃ সামসুদ্দীন, কৃষি কর্মকর্তা কৃষ্ণা রাণী মন্ডল, পিআইও মোঃ মতিউর রহমান, মৎস্য কর্মকর্তা মোঃ শেখ আসাদুল্লাহ, হুড়কা ইউনিয়নের চেয়ারম্যান তপন কুমার গোলদার, বাঁশতলী ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল, পেড়িখালি ইউনিয়নের চেয়ারম্যান হাওলাদার রফিকুল ইসলাম বাবুল, রামপাল সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন,উজড়কুড় ইউনিয়নের চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড প্রমূখ।

এসময় নবনির্বাচিত জনপ্রতিনিধিদের দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে সৎ ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান রামপাল উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ কবির হোসেন।