Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

সখীপুরে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তিকরণের কর্মশালা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

অক্টোবর ২৭, ২০২১, ১২:৪৫ পিএম


 সখীপুরে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তিকরণের কর্মশালা

টাঙ্গাইলের সখীপুর পৌরসভায় স্যানিটেশন ব্যবস্থায় জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তিকরণের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় বাসা ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংস্থার স্যানিটেশন প্রকল্প ফিনিস মন্ডিয়াল এ কর্মশালার আয়োজন করে। 

সখীপুর পৌরসভা মিলনায়তনে এ কর্মশালায় সভাপতিত্ব করেন-মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ। 

কর্মশালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা, বাসা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আ ক ম সিরাজুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, প্যানেল মেয়র বিল্লাল শিকদার, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম, ফিনিস মন্ডিয়ালের প্রকল্প ব্যবস্থাপক আল আমিন হোসেন, বাসা ওয়াস প্রকল্পের সমন্বয়কারী ফারিহা নেহরিন, ব্রাকের উপজেলা ব্যবস্থাপক রাজিবুল হাসান, প্রশিকার উপজেলা সমন্বয়কারী মো. রতন মিয়া সহ উপজেলার বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।

আমারসংবাদ/এআই