Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

নান্দাইলে চোর আতঙ্কে গৃহবধূরা

মো. শাহজাহান ফকির, নান্দাইল (ময়মনসিংহ)

অক্টোবর ২৮, ২০২১, ০৮:৪৫ এএম


 নান্দাইলে চোর আতঙ্কে গৃহবধূরা

ময়মনসিংহের নান্দাইলে ঘরের সিঁদ কেটে কানের দোল ও গলার চেইন ছিনতাই করা নতুন চোরদের আতঙ্কে রয়েছে গ্রামের গৃহবধূরা। ফলে গৃহবধূরা তাদের গায়ে থাকা স্বর্ণালংকার খুলে নিরাপদ স্থানে গচ্ছিত রাখে রাত্রিযাপন করছে। বর্তমান সময়ে চোরদের নতুন স্টাইলে আবাক এলাকাবাসী। কাঁচা বাড়ির গৃহবধূরাই যেন তাদের প্রধান টার্গেট। সিঁদ কেটে বা জানালা দিয়ে ঢুকে প্রথমে ঘরের দরজা খোলা রাখে। 

পরে গৃহবধূর গলায় ও কানে পরিহিত স্বর্ণের চেইন বা দোল পেলেই তা সুকৌশলে খুলে বা হ্যাচকি টান দিয়ে ছিনিয়ে নিয়ে যাচ্ছে এক ধরনের চোরের দল। পিছন পিছন গিয়েও চোরদের কোন নাগাল পাচ্ছে না গৃহকর্তারা। এতে নিভৃত পল্লী বা গ্রামের গৃহবধূদের চিন্তার কারণ হয়ে দাড়িয়েছে। এমন ঘটনাই সাম্প্রতিক কালে নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নে বেশ কয়েকবার ঘটেছে।

জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাতে চন্ডিপাশা ইউনিয়নে এক রাতে তিনটি বাড়িতে সিঁদ কেটে গৃহবধূর পড়নে থাকা স্বর্ণালংকার চুরি হয়েছে। বাহেরবানাইল গ্রামের মো. চান মিয়ার ঘরের সিঁদ কেটে তাঁর বিবাহিতা মেয়ে ইয়াসমিনের বাম কানের দোল হয়তো সহজে খুলে ফেললেও কিন্তুু ডান কানের দোল সহজে খুলতে পারেনি বলে জোরে টান দিয়ে কানের লতি ছিড়েঁ দুটি দোল নিয়ে পালিয়ে যা চোর। 

একি কায়দায় নিজবানাইল গ্রামের রেখা আক্তারের স্বামী রফিকুলের বাড়িতে ও বাহের বানাইল গ্রামের সুরমা আক্তারের স্বামী শিপন মিয়ার বাড়ীতেও চুরি সংঘটিত হয়। এছাড়া গত কিছু দিন আগেও চন্ডিপাশা ইউনিয়নে এধরনের আরো ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় সকল মহিলাদের মনে আতঙ্ক বিরাজ করেছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন গৃহবধুরা জানান, চোরদের ভয়ে এখন স্বর্ণালংকার খুলে ঘুমাই, তারপরও ভয় কাটছে না। জুয়াড়ো ও মাদক সেবন গ্রহনকারী ব্যক্তিরা টাকার অভাবে এ ধরনের ঘটনা ঘটিয়ে যাচ্ছে বলে সুশীল সমাজের ব্যক্তিবর্গের ধারনা। উক্ত ঘটনায় এলাকাবাসী পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। 

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান আকন্দ জানান, বিষয়টি সম্পর্কে আমরা শুনেছি। তবে এখন পর্যন্ত কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে বিষয়টি দেখবো। 

আমারসংবাদ/এআই