Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪,

আখাউড়ায় আইনমন্ত্রীর পিতা সিরাজুল হক বাচ্চু মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত

মোঃ সাইফুল ইসলাম, আখাউড়া

অক্টোবর ২৮, ২০২১, ১১:১০ এএম


আখাউড়ায় আইনমন্ত্রীর পিতা সিরাজুল হক বাচ্চু মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নানা আয়োজনে স্থানীয় সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হকের পিতা সিরাজুল হক বাচ্চু মিয়ার ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলায়তনে স্থানীয় যুবলীগের আয়োজনে স্মরণ সভা মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক তাকজিল খলিফা কাজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সাবেক অধ্যক্ষ জয়নাল আবেদীন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন-কসবা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এমজি হাক্কানী।

বক্তব্য প্রদান করেন, আখাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার জামশেদ শাহ,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক মনির হোসেন বাবুল, সেলিম ভূঁইয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জেলা পরিষদ সদস্য আতাউর রহমান নাজিম, যুগ্ন আহবায়ক আব্দুল মমিন বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুরাদ হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মঞ্জুয়ারা বেগম, সাধারণ সম্পাদক পিয়ার আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, ছাত্রলীগের সভাপতি শাহাবউদ্দিন বেগ সাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন,আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দিন প্রমুখ। 

আলোচনা সভায় বক্তারা মরহুম সিরাজুল হক বাচ্চু মিয়ার বিভিন্ন দিক স্মৃতিচারণ মূলক বক্তব্য প্রধান করেন।

এসময় তারা বলেন, সিরাজুল হক বাচ্চু ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযোদ্ধের সংগঠক, সংবিধান প্রণেতা, বঙ্গবন্ধু হত্যা মামলা ও জাতীয় চার নেতা হত্যা মামলার প্রধান কৌঁসুলি। তিনি কসবা আখাউড়ার গর্ব ছিলেন বল এসময় বক্তারা মন্তব্য করেন।

[media type="image" fid="148058" layout="normal" caption="1" infograph="0" parallax="0" popup="1"][/media]

আলোচনা সভা শেষে সিরাজুল হক বাচ্চু মিয়ার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া তাবারুকের আয়োজন করা হয়।

এর আগে সকালে উপজেলা পরিষদ মিলায়তনের সামনে মরহুম সিরাজুল হক বাচ্চু মিয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দলীয় ও কাল পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ করে উপজেলা যুবলীগের নেতাকর্মীরা।

আমারসংবাদ/এআই