Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

মাধবপুরে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

অক্টোবর ৩০, ২০২১, ১২:৩০ পিএম


মাধবপুরে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত

হবিগঞ্জে মাধবপুর বাজারে ৭টি প্রতিষ্ঠানকে অভিযান চালিয়ে ১৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন ও নিবার্হী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোঃ মহিউদ্দিন।

শনিবার (৩০ অক্টোম্বর) দুপুরে মাধবপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় দোকানে বাইরে রাস্তার উপরে তেলের ড্রাম ও অন্যান্য মালামাল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দণ্ডবিধি ১৮৬০ এর অধীনে ৩জন দোকানীকে ৩ হাজার ৪শত টাকা জরিমানা করা হয় ও অন্যান্যদের সতর্ক করা হয়।

পাশাপাশি বাজারে ৪টি প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি ও মেয়াদের তারিখ উল্লেখ না থাকার কারণে এসব ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর অধীনে ১০হাজার ৬শত টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং দন্ডবিধি ১৮৬০ এর বিভিন্ন ধারা ভঙ্গের দায়ে সাতটি প্রতিষ্ঠানকে ১৪,০০০টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। তবে আমাদের অভিযান চলমান থাকবে।