Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

বরিশালে সনাক’র মানববন্ধন

বরিশাল প্রতিনিধি

অক্টোবর ৩১, ২০২১, ১০:৪৫ এএম


 বরিশালে সনাক’র মানববন্ধন

জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবিতে বরিশাল সচেতন নাগরিক কমিটির (সনাক) ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

এসময় ‘আর নয় কয়লাভিত্তিক জ্বালানী, নবায়নযোগ্য জ্বালানী লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর নীতি ও বিনিয়োগের দাবি সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।

জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ-২৬) সামনে রেখে রোববার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

সনাক সভাপতি অধ্যাপক শাহ্ সাজেদার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, পরিবেশ আইনবিদ লিংকন বায়েন এবং রফিকুল আলম সহ অন্যান্যরা। 

বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করার দাবি জানান। একই সাথে কয়লা ভিত্তিক জ্বালানী নিরুৎসাহিত করে নবায়নযোগ্য জ্বালানীর লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর নীতি প্রণয়ন ও বিনিয়োগের দাবি জানান তারা।

আমারসংবাদ/এআই