Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

‘দেশের প্রতিটি গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী’

বরিশাল প্রতিনিধি

অক্টোবর ৩১, ২০২১, ১০:৫৫ এএম


‘দেশের প্রতিটি গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী’

সমবায় অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব ড. মোঃ হারুন-অর রশিদ বিশ্বাস জানিয়েছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে দেখতে চান।

তিনি বলেন, সরকার সারাদেশে ১০টি “বঙ্গবন্ধু মডেল গ্রাম” গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছেন। এরমধ্যে বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ ও মুলাদী উপজেলার কাজিরচর গ্রামকে বঙ্গবন্ধু মডেল গ্রাম হিসেবে গড়ে তোলা হবে।

রোববার (৩১ অক্টোবর) দুপুরে জেলার গৌরনদী উপজেলার হোসনাবাদ নিজাম উদ্দিন কলেজের হলরুমে বঙ্গবন্ধুর গণমুখী সমবায় ভাবনার আলোকে বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠা পাইলট প্রকল্পের অংশগ্রহণ অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক আরও বলেন, বঙ্গবন্ধুর সমবায়ের ভাবনার একটি অংশ হিসেবে দেশের প্রতিটি গ্রামকে শহরে রূপান্তর করতে চান প্রধানমন্ত্রী। 

ওই অনুষ্ঠানে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সদ্য অবসরপ্রাপ্ত সচিব মোঃ জাকির হোসেন আকন্দ, গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন। এতে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুজ্জামান ফরহাদ মুন্সী, জিনিয়া আফরোজ হেলেন, ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন মোল্লা, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান প্রমূখ।

আমারসংবাদ/কেএস