Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

অসুস্থ মোস্তাফিজের পাশে দুমকি উপজেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

নভেম্বর ১৪, ২০২১, ০২:০৫ পিএম


অসুস্থ মোস্তাফিজের পাশে দুমকি উপজেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন

পটুয়াখালীর উপজেলা দক্ষিণ শ্রীরামপুর গ্রামের মোস্তাফিজুর দীর্ঘদিন ব্লাড ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। পারিবারিক অভাব অনাটনের কারণে নিয়মিত চিকিৎসা চালিয়ে নিতে বার বার বাধাগ্রস্ত হওয়া খুবই অসুস্থ হয়ে পড়েন।

এসময়ে মোস্তাফিজুর রহমানের নিয়মিত চিকিৎসা সেবা চালিয়ে নিতে পাশে দাঁড়ান দুমকি উপজেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন। দুই দফায় সংগঠনটি তাদের "চিকিৎসা সেবা তহবিল " থেকে একত্রিশ হাজার টাকা মোস্তাফিজু রহমানের চিকিৎসার জন্য তার হাতে তুলে দেন।

সংগঠনের সভাপতি প্রকৌশলী মোঃ কামাল হোসেন বলেন "দুমকি উপজেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন" দুমকি উপজেলার অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। মোস্তাফিজুর রহমান একজন ইঞ্জিনিয়ার দীর্ঘদিন তিনি ব্লাড ক্যান্সার রোগে ভুগিতেছেন।

অনেকেই ইতিমধ্যে তাঁকে ব্যাক্তিগত ভাবে সহযোগিতা করে আসছে। সাংগঠনিকভাবে আমরাই প্রথম তাঁর চিকিৎসা সেবা চালিয়ে নিতে "চিকিৎসা সেবা তহবিল" গঠন করেছি। অনেকেই আমাদের এ তহবিলে অর্থ সহযোগিতা পাঠিয়েছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে তাই কেহ সহযোগিতা করতে চাইলে ০১৭১২৩৫৮১৫০ এ বিকাশ নম্বরে টাকা পাঠাতে পারেন।

সংগঠনের সাধারন সম্পাদক প্রকৌশলী মোঃ সহিদুল ইসলাম খোকন প্রতিবেদককে বলেন  দুমকি উপজেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন প্রতিষ্ঠার ১বছরে মধ্যে  দক্ষিনাঞ্চলে ডায়রিয়ার প্রকোপ দেখা দিলে আইভি স্যালাইনের সংকট মুহুর্তে দুমকি উপজেলার ডায়রিয়া রোগীদের বিনামূল্যে স্যালাইন পেতে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪০০আইভি স্যালাইন দিয়েছি। অতিমারি করোনাকালীন সময়ে শ্বাসকষ্ট রোগীদের বিনামূল্যে অক্সিজেন সরবরাহ দেওয়ার জন্য দুমকিতে "বিনামুল্যে অক্সিজেন সেবা" কর্মসূচি আমরাই প্রথম শুরু করি।

এ ধারাবাহিকতায় আমাদের সদস্য মোস্তাফিজুর রহমান এর চিকিৎসা সেবা কার্যক্রম চালিয়ে নিতে আমরা পাশে দাড়িয়েছি। অসুস্থ মোস্তাফিজুর রহমান এ সংকটময় সময় সাংগঠনিক ভাবে দুমকি উপজেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন পাশে দাঁড়িয়েছে বলে আমি তাঁদের প্রতি চির কৃতজ্ঞ। আশাকরি সংগঠনটি তাঁর লক্ষ্য উদ্দেশ্য মতে দুমকির অসহায় দরিদ্র পরিবারের পাশে থাকবেন।