Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

আবার চালু হচ্ছে ‘বেনাপোল এক্সপ্রেস’

বেনাপোল প্রতিনিধি

নভেম্বর ২২, ২০২১, ০৮:০০ এএম


আবার চালু হচ্ছে ‘বেনাপোল এক্সপ্রেস’

ঢাকার সঙ্গে যশোরের বেনাপোল রুটে চলাচলকারী একমাত্র ট্রেন ‘বেনাপোল এক্সপ্রেস’ আবার চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে গত ৫ এপ্রিল থেকে এ ট্রেনটি বন্ধ রয়েছে। আগামী ২ ডিসেম্বর থেকে আবার চালু হবে। 

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বেনাপোল স্টেশন মাস্টার সাইদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার ছাড়া প্রতিদিন বেলা ১টায় বেনাপোল এবং রাত সাড়ে ১০টায় ঢাকার কমলাপুর থেকে ছাড়ে ট্রেনটি। ফলে কলকাতা বা ভারতে চিকিৎসা ও ব্যবসায়ীক কারণে যে সমস্ত যাত্রীরা বেনাপোল আসেন তাদের কিছুটা হলেও স্বস্তি বাড়ল।

বেনাপোল এক্সপ্রেসে ঢাকায় যাত্রী প্রতি এসিতে ভাড়া ১ হাজার ১১৬ টাকা। ননএসিতে ৪৮৫ টাকা। ঢাকা থেকে এসি স্লিপার ভাড়া ১ হাজার ৭৮১ টাকা ও নন এসিতে ভাড়া ৪৮৫ টাকা।

প্রসঙ্গত, প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে দেশের সব ট্রেন চলাচল বন্ধ হলে ৫ এপ্রিল থেকে ঢাকা-বেনাপোল রুটে আন্তঃনগর এ ট্রেনটিও বন্ধ করে দেয় সরকার। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছিল ভারত যাতায়াতকারী বিশেষ করে অসুস্থ যাত্রীদের। বেশ কিছু দিন আগে সরকার সব ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিলে বেনাপোল এক্সপ্রেস চালুর দাবি তোলেন অনেকে।

আমারসংবাদ/এআই