Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

উজিরপুরের ৩ ইউপিতে জমে উঠছে নির্বাচনী প্রচারণা

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি

নভেম্বর ২৪, ২০২১, ১১:৫০ এএম


 উজিরপুরের ৩ ইউপিতে জমে উঠছে নির্বাচনী প্রচারণা

তৃতীয় ধাপে ২৮ নভেম্বর বরিশালের উজিরপুর উপজেলার তিনটি ইউপিতে নির্বাচনকে কেন্দ্র করে প্রচার-প্রচারনায় সরগরম হয়ে উঠছে পুরো নির্বাচনী এলাকা। এরমধ্যে উপজেলার গুঠিয়া ইউপিতে নৌকার প্রার্থীর মনোনয়ন বাতিল ও বিএনপি সমর্থিত প্রার্থী না থাকায় বেশ সুবিধাজনক স্থানে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা মার্কার প্রার্থী হাফেজ মাওলানা সাখাওয়াত হোসাইন আসাদ। 

এছাড়াও এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন আনারস মার্কার প্রার্থী ইজাজুল হক সজিব ও মোটরসাইকেল মার্কার প্রার্থী আওরঙ্গজেব হাওলাদার। চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি সাধারন ও সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার প্রার্থীরা তাদের প্রচার-প্রচারনা অব্যাহত রেখেছে। 

ওই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাখাওয়াত হোসাইন আসাদ, মেম্বার প্রার্থী ফারুক হাওলাদার, সাহানারা বেগমসহ একাধিক প্রার্থীরা জানান, শান্তিপূর্ন পরিবেশের মধ্য দিয়ে সকল প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারনা চালাচ্ছেন। এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ শান্ত রয়েছে। 

অপরদিকে বামরাইল ইউপিতে বিনা প্রতিদ্বন্দিতায় নৌকার প্রার্থী মোঃ ইউসুফ হাওলাদার চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সেখানে মেম্বার প্রার্থীদের মধ্যে চলছে ব্যাপক প্রচার-প্রচারননা। 

একাধিক মেম্বার প্রার্থীরা অভিযোগ করে বলেন, বিনাপ্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সেখানে পছন্দের মেম্বার প্রার্থীদের বিজয়ী করতে মাঠে নেমেছে চেয়ারম্যান। তবে মেম্বার প্রার্থীদের অভিযোগ সম্পূর্ন অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান ইউসুফ হাওলাদার।

এছাড়াও উপজেলার হারতা ইউপিতে আওয়ামী লীগ সমর্থিত নৌকা মার্কার প্রার্থী অমল মল্লিক ও আনারস মার্কার স্বতন্ত্র প্রিন্স বিশ্বাস নির্বাচনী প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন।