Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

রাউজানে নোংরা পরিবেশে খাদ্য তৈরি, বেকারীর মালিককে জরিমানা

রাউজান প্রতিনিধি

নভেম্বর ২৭, ২০২১, ০৩:১০ পিএম


রাউজানে নোংরা পরিবেশে খাদ্য তৈরি, বেকারীর মালিককে জরিমানা

চট্টগ্রামের রাউজান উপজেলায় আমির হাট বাজারে নোংরা পরিবেশে পচাঁ মেয়াদ উর্ত্তীর্ণ রং সহ উপকরন মিশিয়ে খাদ্য সামগ্রী প্রস্তুত করায় এযাসিন শাহ বেকারীর মালিক শহিদুল ইসলামের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। 

শনিবার (২৭ নভেম্বর) দুপুরে রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিষ্ট্রেট জোনায়েদ কবির সোহাগ আমির হাটের এয়াসিন শাহ বেকারীতে এ অভিযান পরিচালনা করেন। 

আনসার বাহিনীর সদস্যদের সহায়তায় অভিযান চলাকালে রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিষ্ট্রেট জোনায়েদ কবির সোহাগ বেকারী থেধকে পচাঁ, খাদ্য সামগ্রী তৈয়ারীর কাজে ব্যবহৃত এময়াদ উর্ত্তীর্ণ উপকরণ বেকারী থেকে বের করে তা ধ্বংস করে দেয়।