Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

শার্শায় নির্বাচনী সহিংসতায় প্রাণ গেলো ১ জনের

বেনাপোল প্রতিনিধি

নভেম্বর ২৭, ২০২১, ০৫:৫০ পিএম


শার্শায় নির্বাচনী সহিংসতায় প্রাণ গেলো ১ জনের

যশোরের শার্শা উপজেলার পোস্টার লাগানোকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন উভয়পক্ষের আরও ১১ জন। তাদেরকের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শনিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে জানিয়েছেন শার্শা থানার ওসি বদরুল আলম খান।

তিনি বলেন, ঘটনার পর পরই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ১১ জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের মৃত্যু হয়েছে। নিহত কুতুব উদ্দিন (৩০) রুদ্রপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে।এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। 
 
এ বিষয়ে নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান হাসান ফিরোজ টিংকু গণমাধ্যমকে বলেন, 'স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা এই হামলা চালিয়েছে।'

অন্যদিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেন অভিযোগ করে বলেন, 'নির্বাচনের আগের দিনে এই মারামারি পরিকল্পিতভাবে করা হয়েছে। যেন ভোটাররা ভোট কেন্দ্রে না যায়।'

আমারসংবাদ/এআই