Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

বাগাতিপাড়ায় নৌকা পার্থী দোলন'র জামানত বাজেয়াপ্ত

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নভেম্বর ২৯, ২০২১, ১২:১০ পিএম


 বাগাতিপাড়ায় নৌকা পার্থী দোলন'র জামানত বাজেয়াপ্ত

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে  নাটোরের বাগাতিপাড়ায় উপজেলার ১ নং পাঁকা ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতিকের প্রার্থী মেহেদী হাসান দোলনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তিনি মোট ভোট পেয়েছেন ১২৮১।

জানা যায়, ওই ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী (মোটরসাইকেল) প্রার্থী  নয়েজ মাহমুদ। তিনি পেয়েছেন ৫৬৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক নেকবর হোসেন (ঘোড়া) পেয়েছেন ৪ হাজার ১৯ ভোট।

তৃতীয় স্থানে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের অপর বিদ্রোহী প্রার্থী আমজাদ হোসেন (আনারস)। তিনি পেয়েছেন ৩৯৬৬ ভোট। চতুর্থ হয়েছেন আওয়ামী লীগের আরেক বিদ্রোহী প্রার্থী নিজাম উদ্দিন (চশমা)। তিনি  পেয়েছেন ২৩৬৭ ভোট। এই ইউনিয়নে ভোট দিয়েছেন মোট ১৭ হাজার ২৬৩ ভোটার।

এবিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মজিদ সোমবার বিকেলে জানান, মোট কাস্টিং ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পেলেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সেই হিসেবে তার জামানত বাজেয়াপ্ত হয়েছে।

আমারসংবাদ/এআই