Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

সরাইল মডেল প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি

সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

নভেম্বর ২৯, ২০২১, ০১:৩৫ পিএম


সরাইল মডেল প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি

ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা সদরের মডেল প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। 

সোমবার সকাল ৯টার দিকে বিদ্যালয়ের শিক্ষকরা বিদ্যালয়ে এসে এ চুরির ঘটনা দেখতে পায়। প্রায় দুই লাখ টাকার বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা। এ ঘটনা এর আগে আরো পরপর তিনদিন চুরির ঘটনা ঘটেছে। 

সরাইল থানা  থানায় অভিযোগ দিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউছার সুলতানা। এ ঘটনার সিসিটিভির ফুটেজ হওয়ার আশংকায় বাহিরে বিদ্যুৎ খুটি থেকে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে দিয়েছে চোরেরা। 

চোরের দল বিদ্যালয়ের তালা কেটে ভেতরে প্রবেশ করে। এসময় তারা বিদ্যালয়ে থাকা বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগের সার্ভিস ইলেকট্রিক তার প্রায় ৭০মিঠার, বৈদ্যুতিক পাখা ১২টি, টিউবওয়েল ১টি, ক্রোকারিজের মালামাল, সাবমারসিবল পানির পাম্প ১টি, খাবার পানির কল ৫টি, বৈদ্যুতিক মিঠার ১টি, স্টিলের আলমারী থাকা প্রয়োজনীয় জিনিস পত্র, ওয়াজ ব্লকে থাকা পানির কল ১৬টি, বেসিন ২টি, শিক্ষার্থীদের খেলাধুলার সরঞ্জাম ইত্যাদি চোরেরা চুরি করে নিয়ে যায়। 

এ ঘটনার পর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল,উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ মোস্তকা কামাল বিদ্যালয়টি পরিদর্শন করেছেন।

আমারসংবাদ/এআই