Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

মাধবপুরে ৪০ বছর পর ১০০ কোটি টাকার সরকারি জমি উদ্ধার 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

ডিসেম্বর ৭, ২০২১, ১২:২৫ পিএম


 মাধবপুরে ৪০ বছর পর ১০০ কোটি টাকার সরকারি জমি উদ্ধার 

হবিগঞ্জে মাধবপুর উপজেলায় পৌর শহরের ভিতরে সরকারি পুকুর অনেকটা ভরাট করে ৪০ বছর ধরে দখল করে রাখা ১৩১ শতক ৮৭ পয়েন্টে সরকারি জমি দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। উদ্ধারকৃত জমির আনুমানিক মূল্য ১০০ কোটি টাকা। 

১৮ নভেম্বর থেকে উচ্ছেদ অভিযান চালিয়ে এসব জমি দখলমুক্ত করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মঈনুল ইসলাম। অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিউদ্দিন আহমেদ। 

ইউএনও শেখ মঈনুল ইসলাম মঈন জানান, সরকারি ১-নং খাস খতিয়ানের প্রায় ১৩১ শতক ৮৭ পয়েন্টে জমি ৪০ বছর ধরে দখল করে রেখেছিলেন ৪৩ ব্যক্তি, 

তিনি আরো জানান, অবৈধ দখলদারদের থেকে উদ্ধার করে এখানে একটি দৃষ্টিনন্দন পার্ক করা হবে। 

ইতিমধ্যে প্রতিমন্ত্রী মহোদয় প্রকল্পের থেকে বরাদ্দকৃত ৬০ লক্ষ টাকা টেন্ডার দেয়া হয়েছে। কিছুদিনের মধ্যে কাজ শুরু হবে, ইতোমধ্যে অবৈধ দখলদারদের থেকে ১০০ ভাগ জায়গা অবৈধ দখল হতে মুক্ত করেছি। 

উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় ১০০ কোটি টাকা মূল্যের এসব জমি উদ্ধার করা হয়েছে। মাধবপুর থানা পুলিশ, আনসার বাহিনীর সদস্যরা, সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ মঈনুল ইসলাম এবং ভ‚মি অফিসের সার্ভেয়ার শহিদুল ইসলাম উচ্ছেদ কাজে সহায়তা করেন।

আমারসংবাদ/এআই