Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

লক্ষ্মীপুরে শপথের আগেই ইউপি চেয়ারম্যানের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি

জানুয়ারি ১৫, ২০২২, ০৭:২৫ এএম


লক্ষ্মীপুরে শপথের আগেই ইউপি চেয়ারম্যানের মৃত্যু

লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান ইসমাইল হোসেন (৬২) মারা গেছেন। 

শুক্রবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে লক্ষ্মীপুর আধুনিক (প্রাঃ) হাসপাতালে তার মৃত্যু হয়।

শনিবার সকাল ১০টায় স্থানীয় দিঘলী উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা, ইউনিয়ন পরিষদ চত্তরে দ্বিতীয় জানাজা এবং ৬নং দুর্গাপুর ওয়ার্ডে মরহুমের নিজবাড়ি সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তৃতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁর মরদেহ সমাহিত করা হয়। 

এসময় নিজ ইউনিয়নসহ সদর উপজেলার বিভিন্নস্থান থেকে আগত কয়েক হাজার মুসল্লী জানাজায় শরীক হন।

গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন ইসমাইল হোসেন। গেজেট প্রকাশ হলেও এখনো তাঁর শপথগ্রহণ করা হয়নি। ইসমাইল দিঘলী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ছিলেন। নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাকে ১৬ ডিসেম্বর দল থেকে বহিষ্কার করা হয়।

ইসমাইলের মৃত্যুর বিষয়টি দিঘলী ইউনিয়ন পরিষদের সচিব আবদুল কাদের নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইসমাইল ষ্ট্রোক করলে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানেই তিনি মারা যান। তার পরিবারে এক স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছেন।

আমারসংবাদ/এআই