Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

‘ভোটকেন্দ্রে আসতে বাধা দেয়া হচ্ছে ভোটারদের’

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৬, ২০২২, ০৪:২৫ এএম


‘ভোটকেন্দ্রে আসতে বাধা দেয়া হচ্ছে ভোটারদের’

একটি ভোটকেন্দ্রে তার এজেন্টকে প্রবেশ করতে দেয়া হয়নি এবং ভোটারদের ভোটকেন্দ্রে আসতে বাধা দেয়া হচ্ছে। নির্বাচনে ভোট শেষ হলে নির্বাচন সুষ্ঠু হয়েছে কিনা বোঝা যাবে। 

রোববার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় শহরের মাসদাইরে নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল (এম এ) মাদ্রাসা কেন্দ্রে তৈমূর আলম খন্দকার নিজের ভোট দেন। ভোট দিয়ে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অভিযোগ তোলেন। নিজে ভোট দেয়ার আগে তৈমূর আলম খন্দকার কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন।

তৈমূর বলেন, ‘এখনই এ ব্যাপারে মন্তব্য করতে চাই না। এখন পর্যন্ত ভোট সুষ্ঠু হচ্ছে। আমি লক্ষাধিক ভোটে জিতব।’

ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্র আসতে পারেন তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে তিনি ১ লাখ ভোটের ব্যবধানে জয়লাভ করবেন। ভোটের পরিবেশ সম্পর্কে তিনি বলেন, 'এখন পর্যন্ত পরিস্থিতি ভালো। তবে, চূড়ান্ত ভালো হবে ভোট গণনার পরে।'

এর আগে রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ১৯২টি কেন্দ্রে চলবে ভোটগ্রহণ।