Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ১০ জ্যৈষ্ঠ ১৪২৯

ফরিদপুরে দুটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

ফরিদপুর প্রতিনিধি

জানুয়ারি ১৮, ২০২২, ১২:৪৫ পিএম


ফরিদপুরে দুটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় অবস্থিত দুটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে সিভিল সার্জন ডা. মোঃ ছিদ্দীকুর রহমান। 

মঙ্গলবার(১৮ জানুয়ারি) দুপুরে আলফাডাঙ্গা উপজেলার পৌর সদরের সরকারী হাসপাতালের সামনে অবস্থিত লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। 

এসময় ডায়াগনস্টিক সেন্টার দুটিতে বৈধ কোন কাগজপত্র এবং সরকারের অনুমোদনের কাগজপত্র না থাকায় ডায়াগনস্টিক সেন্টার দুটি বন্ধ করে দেয়া হয়। 

এ বিষয়ে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মোঃ ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুর জেলায় ব্যাঙের ছাতার মতো প্রাইভেট ক্লিনিক ও  ডায়াগনস্টিক সেন্টার গজিয়ে উঠেছে। যার বেশীর ভাগেরই কোন অনুমতি ও বৈধ কাগজপত্র নেই। প্রতিটি উপজেলায় এ ধরনের অভিযান চলছে এবং অব্যাহত থাকবে বলেও তিনি আরও বলেন। 

আমারসংবাদ/এআই