Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

মদনে করোনায় একজনের মৃত্যু

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

জানুয়ারি ২৩, ২০২২, ০৮:২৫ এএম


মদনে করোনায় একজনের মৃত্যু

নেত্রকোনার মদনে করোনায় আক্রান্ত হয়ে রাশিয়া আক্তার (৩৫) নামের এক গৃহবধূ মারা গেছে। গত শুক্রবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মারা যায় সে। রাশিয়া আক্তার উপজেলার মদন সদর ইউনিয়নের কুলিয়াটি দক্ষিণপাড়া গ্রামের আগর আলীর স্ত্রী।

রোববার (২৩ জানুয়ারি) বিকালে নিজ গ্রামের বাড়ির পারিবারিক কবর স্থানে তার লাশ দাফন করা হয়। 

কিন্তু এ বিষয়ে উপজেলা প্রসশানের কাছে কোন তথ্য না থাকায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার ব্যাক্তির পরিবারের লোকজন অবাধে ঘুরাফেরা করছেন। এ নিয়ে প্রতিবেশী ও এলাকাবাসীর মনে আতংক সৃষ্টি হয়েছে। দ্রুত ওই ব্যাক্তির পরিবারের লোকজনের করোনা পরিক্ষা ও কোয়ারান্টাইন নিশ্চিত করার জন্য প্রশাসনের নিকট দাবি জানান প্রতিবেশী লোকজন।  

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রাশিয়া আক্তার কিছুদিন ধরে লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। চিকিৎসার জন্য তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যান। করোনার লক্ষণ থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ করোনা পরীক্ষা দেন। হাসপাতালের রিপোর্ট অনুযায়ী ১৮ জানুয়ারি তিনি করোনা শনাক্ত হন। ২১ জানুয়ারি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃতদেহ রোববার মদন উপজেলার নিজ বাড়িতে দাফন করা হয়েছে। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ জানান, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। 

আমারসংবাদ/কেএস