Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

রাতের আকাশে রামধনু!

নভেম্বর ২৭, ২০১৫, ১০:২৭ এএম


রাতের আকাশে রামধনু!

   রামধনু তো আমরা সবাই দেখেছি, কখনও-সখনও বৃষ্টির পরেই মেঘে সূর্যের আলোর প্রতিফলনে সৃষ্ট সাত রঙের সমষ্টিl সূর্যের আলো ভেঙে আকাশে তৈরি হয় এই নৈসর্গিক দৃশ্যl সে তো গেল রামধনুর কথা, কিন্তু চাঁদের আলোয় সৃষ্ট রামধনুর কথা শুনেছেন কি? হ্যাঁ, যাকে বলে 'লুনার রেনবো' বা 'মুন-বো', সম্প্রতি দেখা গিয়েছে পশ্চিম আইসল্যান্ডেl এই দুর্লভ দৃশ্যটি চাক্ষুস করেছেন চিত্রগ্রাহক ভিদির বর্নসনl

পশ্চিম আইসল্যান্ডের ছোট জনপদ শ্তিকিশমুরে রবিবার সন্ধ্যে বেলা যখন তিনি গাড়ি নিয়ে যাচ্ছিলেন, আকাশে দেখতে পান লুনার রেনবোl চিত্রগ্রাহক ভিদির বর্নসন বলেন, "প্রবল বৃষ্টিতে আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম, আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না, এ আমি কি দেখছি?l প্রথমে আমি ভাবলাম এটা বুঝি আমার গাড়ির জানালার কাচে আলোর কোনও প্রতিবিম্বl কিন্তু আমার বন্ধু সহযাত্রী, যে গাড়িটি চালাচ্ছিল, ওরই কথাতে গাড়ি থামিয়ে বাইরে এসে আমরা লুনার রেইনবোর ছবি তুলিl যদিও ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে না, তবে একটি নয় দুটি লুনার রেনবো ছিল সেই মুহূর্তেl"

চাঁদের রামধনু তৈরি হয় যখন সূর্যের আলো সরাসরি না এসে চাঁদে প্রতিফলিত হয়ে আদ্র পরিবেশে প্রবেশ করে ও পুনরায় প্রতিফলিত হয়ে আমাদের চোখে রামধনুর আকারে ধরা পড়েl প্রথাগত দিনের বেলার রামধনু থেকে চাঁদের রামধনু অনেক আবছা হয় ও খুব সহজে খুঁজে পাওয়া যায় না এবং দেখতেও অসুবিধা হয়l কারণ চাঁদের আলো সূর্যের আলোর থেকে অনেক ক্ষীনl খালি চোখে লুনার রেনবো পুরো সাদা দেখায়l কিন্তু দীর্ঘক্ষন ধরে ক্যামেরায় এক্সপোজার দিলে আলোর অন্যান্য রং গুলি ধরা পড়েl চিত্রগ্রাহক ভিদির বর্নসন আরও বলেন, 'আমি আগে কখনও এমন অভূতপূর্ব দৃশ্য দেখিনিl এমনকি চাঁদের রামধনু বাস্তবিক দেখার আগে এর কথাও কখনও শুনিনিl'