Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪,

মাত্র ১ টাকায় ৩০ জিবি ইন্টারনেট!

নিজস্ব প্রতিবেদক

মে ৮, ২০২০, ০৩:৪৫ পিএম


মাত্র ১ টাকায় ৩০ জিবি ইন্টারনেট!

প্রাণঘাতী করোনাভাইরাসের পরিস্থিতে ১০০ কোটি টাকার সহায়তা কর্মসূচি হাতে নিয়েছে গ্রামীণফোন। ২৫ হাজার চিকিৎসককে প্রতি মাসে মাত্র এক টাকায় ত্রিশ জিবি ডাটা দেয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এ সহায়তা আগামী ছয় মাস চলবে।

শুক্রবার (৮ মে) দুপুরে অনলাইন ব্রিফিংয়ে এই ঘোষণা দেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান।

তিনি আরও জানান, গত এপ্রিলে রিচার্জ করতে সমস্যায় পড়েছেন এমন ১ কোটি গ্রাহককে ১০ কোটি মিনিট ফ্রি টকটাইম দেয়া হবে। এছাড়া গ্রামীণফোনের সকল গ্রাহক সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সর্বনিম্ন ৪৮ পয়সা যে কোনো অপারেটরে কথা বলতে পারবেন।

তিনি বলেন, ইন্টারনেট চাহিদা কথা মাথায় রেখে সব গ্রাহককে মাইজিপি এ্যাপের সাপ্তাহিক প্যাকেজে ১০০ ভাগ বোনাস দেয়া হচ্ছে। এছাড়া ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ১০ কোটি ঋণ সহায়তা দেয়া হবে।

আমারসংবাদ/এআই