Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪,

এবার গুগলের ইমেজ সার্চে ‘ফ্যাক্ট-চেক’

আমার সংবাদ ডেস্ক

জুন ২৪, ২০২০, ১১:৪১ এএম


এবার গুগলের ইমেজ সার্চে ‘ফ্যাক্ট-চেক’

 

সত্যতা যাচাইয়ের জন্য নিজেদের ইমেজ সার্চ ফলাফলে ‘ফ্যাক্ট-চেক’ লেবেল জুড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে গুগল।

ইমেজ সার্চ ফিচারে স্বচ্ছতা আনতে এমন উদ্যোগ নিয়েছে বৈশ্বিক সার্চ জায়ান্ট। ইমেজ সার্চ ফলাফলের থাম্বনেইলের ঠিক নিচেই ‘ফ্যাক্ট-চেক’ লেবেল দেখাবে গুগল। অবশ্য এর আগে থেকেই সাধারণ সার্চ ফলাফল ও গুগল নিউজে এরকম লেবেল প্রদর্শন করে আসছে প্রতিষ্ঠানটি।

ইউটিউবেও ‘ফ্যাক্ট-চেক’ লেবেল এনেছে গুগল। আপাতত সেটা শুধুই যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। অন্যান্য দেশের গ্রাহকরা কবে নাগাদ দেখতে দেখতে পাবেন তা এখনো জানা যায়নি।

প্লাটফর্মে ভুয়া তথ্য ছড়ানো নিয়ে বিভিন্ন দেশের সরকারের চাপের মুখে রয়েছে গুগল ও ফেসবুকের মতো প্রতিষ্ঠানগুলো। একের পর এক পদক্ষেপ আর ব্যবস্থাও নিচ্ছে তারা। কিন্তু ঠিক যেন সামলে উঠতে পারেছ না প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।

আমারসংবাদ/জেআই