Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

ভয়েস টুইট আনলো টুইটার

আমার সংবাদ ডেস্ক

জুন ২৫, ২০২০, ১১:২৪ এএম


ভয়েস টুইট আনলো টুইটার

 

ভয়েস টুইট ফিচার যুক্ত করেছে এনেছে টুইটার। এতে বিশেষ ক্ষমতাসম্পন্ন মানুষের সুবিধা হবে বলে মনে করছে এই মাইক্রো ব্লগিং সাইট।

বিশ্বব্যাপী আইওএস ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে এই ফিচার। তবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ফিচারটি কবে আসবে সে বিষয়ে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।

ভয়েস দিয়ে টুইট শুরুর জন্য টুইট অপশনে যেতে হবে। এরপর ক্যামেরা আইকনের ঠিক পাশের নতুন আইকন দেখতে পারেন। এখানে ক্লিক করার পর আপনি নিচে রেকর্ড বোতামটিসহ আপনার প্রোফাইল ফটো দেখতে পাবেন। আপনার ভয়েস রেকর্ড করে তা ফলোয়ার্সদের সঙ্গে শেয়ার করুন।

সম্প্রতি ফেসবুক, ইনস্টাগ্রামের স্টোরির মতো ‘ফ্লিটস’ নামের নতুন একটি ফিচার নিয়ে এসেছে টুইটার। ফ্লিটসে পোস্ট হওয়া স্টোরিগুলোতে ব্যবহারকারীরা রিয়্যাক্ট বটন ব্যবহার করে নিজেদের প্রতিক্রিয়া জানাতে পারছেন।

আমারসংবাদ/জেআই