Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

ইনস্টাগ্রামের এক দশক

প্রযুক্তি ডেস্ক

অক্টোবর ৬, ২০২০, ০৮:০২ এএম


ইনস্টাগ্রামের এক দশক

যাত্রা শুরুর এক দশকে পা রেখেছে ফটো শেয়ারিং, ভিডিও শেয়ারিং ও সামাজিক যোগাযোগ পরিষেবা ইনস্টাগ্রাম। ২০১০ সালের আজকের দিনে (৬ অক্টোবর) ইনস্টাগ্রাম তাদের অ্যাপ স্টোরে যুক্ত করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

ইনস্টাগ্রাম প্রতিষ্ঠা করেন কেভিন সিসট্রোম ও মাইক ক্রেইগার। প্রতিষ্ঠার কিছু দিনের মধ্যে জনপ্রিয়তা ও আলোচনায় আসলে এ ফটো-ভিডিও শেয়ারিং অ্যাপটি ২০১০ সালে কিনে নেয় জনপ্রিয় মার্কিন যোগাযোগ মাধ্যম প্রতিষ্ঠান ফেসবুক। ইনস্টাগ্রামের অ্যান্ড্রয়েড সংস্করণের অ্যাপ বাজারে আসে ২০১২ সালে, তার পর থেকেই মূলত বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা পায় ইনস্টাগ্রাম।

২০১০ সালে ইনস্টাগ্রাম দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছিল, যাত্রা শুরুর দুই মাসেই তাদের নিবন্ধিত ব্যবহারকারী ছিল ১০ লাখ, যা এক বছরে গিয়ে দাঁড়ায় এক কোটিতে। ২০১১ সালে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগের ব্যবহার চালু করেছিল, যা সে সময় ট্রেন্ড তৈরি হয়েছিল। আর বর্তমানে ফটো শেয়ারিংয়ের জন্য সবচেয়ে জনপ্রিয় পরিষেবা ইনস্টাগ্রাম।