Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

প্রথম পুরুষাঙ্গ সংযোজন অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন

মার্চ ১৫, ২০১৫, ০৩:১৩ পিএম


প্রথম পুরুষাঙ্গ সংযোজন অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন

 

বিশ্বে এই প্রথম  দক্ষিণ আফ্রিকার একদল শল্যচিকিৎসাবিদ পুরুষাঙ্গ সংযোজনের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেছে। খবর বিবিসি’র।

নাম পরিচয় প্রকাশে অনিচ্ছুক ২১ বছর বয়সী ওই যুবকের পুরুষাঙ্গ সুন্নতে খাৎনার সময় বাজেভাবে কেটে যাওয়ায় চৈতন্য হারিয়ে ফেলে।
ক্যাপ টাউনে চিকিৎসা বলেন, অস্ত্রোপচারটি সফল হয়েছে এবং এ সময় রোগী হাঁসি-খুশি ছিল।

চিকিৎসক দলটি বলেন, অস্ত্রোপচার হবে কীনা এ ব্যাপারে লম্বা আলোচনা হয়। কেননা নীতি ও নৈতিকতার প্রশ্নে অস্ত্রোপচারটি হার্ট সংযোজনের মতো জীবননাশের ঝুঁকি ছিল।

চীনেও আগে এ প্রচেষ্টা করা হয়। সেখানে চিকিৎসক দল অস্ত্রোপচার ভালো হয়েছে বলে জানান। কিন্তু সংযোজিত পুরুষাঙ্গটি পরে বাতিল হয়ে যায়।