Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

বাংলা নববর্ষে গুগলের শুভেচ্ছা

এপ্রিল ১৪, ২০১৫, ০৫:৫৫ এএম


বাংলা নববর্ষে গুগলের শুভেচ্ছা

 বাংলা নববর্ষে শুভেচ্ছাবার্তা জানাল গুগল। আজ মঙ্গলবার বাংলাদেশে পয়লা বৈশাখ পালিত হচ্ছে, সেহেতু ইতোমধ্যেই এই ডুডল বাংলাদেশের গুগল খুলতেই দেখা মিলছে।

কিন্তু আগামীকাল বুধবার ভারতে গুগুলে শোভা পাবে এই ডুডল। মূলত নতুন বছরের বাঙালিদের শুভেচ্ছা জানাতেই এই আয়োজন গুগুলের।
ডুডলের বাংলা ট্র্যাডিশনাল লুককেই প্রাধান্য দেওয়া হয়েছে। থাকছে দুটি হাত পাখা। এবং হাত পাখার মধ্যে বাংলা অক্ষরে লেখা থাকছে ‘ শুভ নববর্ষ’।

স্বভাবতই গুগুলের এই ডুডল নজর কাড়বে তা বলার অপেক্ষা রাখে না।

এর আগে গত ১৯ মার্চ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ ও ভারতের সেমিফাইনালে যাওয়ার লড়াই নিয়ে বিশেষ গুগল ডুডল তৈরি করা হয়েছিল গুগলের পক্ষ থেকে। সেদিন গুগল ডুডলে পাশাপাশি দুই দেশের দুই পতাকার সামনে নানা ভঙ্গিতে ব্যাটিং করতে দেখা গিয়েছিল ছয়জন ব্যাটসম্যানকে।

এর পর গত ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে গুগল অনুসন্ধানে নতুন ডুডল প্রদর্শন করা হয়েছিল। এতে লাল ও সবুজ রঙে গুগল শব্দটি লেখা। আর ইংরেজি ‘Google’ শব্দের তৃতীয় বর্ণ ‘O’-এর স্থানে দেখানো হয়েছিল লাল রঙের জমিনে বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার।

২০১৩ সালের স্বাধীনতা দিবসে বাংলাদেশ নিয়ে প্রথম ডুডল প্রদর্শন করেছিল গুগল।