Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

ট্যুইট খুঁজতে নতুন ফিচার আনলো ট্যুইটার

মে ২, ২০১৫, ০৫:৫৬ এএম


ট্যুইট খুঁজতে নতুন ফিচার আনলো ট্যুইটার

 ব্যবহারকারীদের সুবিধার্থে নতুন ফিচার আনল ট্যুইটার। জনপ্রিয় এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটি হাইলাইট নামে নতুন ফিচার চালু করেছে৷ নতুন এই ফিচারের মাধ্যমে অসংখ্য ট্যুইটার ব্যবহারকারীর মধ্যে থেকে প্রয়োজনীয় ট্যুইটটি খুঁজে পাওয়া অনেক সহজ হবে৷ এএফপি এক রিপোর্টে সম্প্রতি একথা জানানো হয়েছে৷

ট্যুইটারের এই নতুন ফিচারের মাধ্যমে দিনে দু’বার উল্লেখযোগ্য কয়েকটি ট্যুইট ব্যবহারকারীর সামনে নিয়ে আসবে৷ এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটির তরফে জানানো হয়েছে, নয়া এই ফিচার ব্যবহারকারীর ট্যুইট খোঁজার সময়কে বাঁচাতে সাহায্য করবে৷তবে ট্যুইটারের তরফে জানানো হয়েছে মূলত সারা দিনের জনপ্রিয় ট্যুইট গুলিকেই সামনে আনা হবে৷ সংস্থার তরফে আশা করা হয়েছে, তাদের নয়া ফিচার ব্যবহারকারীদের মধ্যে বেশ জনপ্রিয় হবে৷