Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

২০১৪ সালে গুগলে সবচেয়ে বেশি যা খুঁজেছে বাংলাদেশ

ডিসেম্বর ১৭, ২০১৪, ০১:২৪ পিএম


২০১৪ সালে গুগলে সবচেয়ে বেশি যা খুঁজেছে বাংলাদেশ

   বাংলাদেশের প্রযুক্তি প্রেমীরা নিজেদের প্রয়োজনে বা নানা ঘটনা জানতে ২০১৪ সালে ‘গুগল ডট কম ডট বিডি’ (google.com.bd)-তে সবচেয়ে বেশি কী খুঁজেছে, সে তালিকা প্রকাশ করেছে গুগল।

জেনে নিন গুগলে ২০১৪ সালে সবচেয়ে বেশি কোন বিষয়গুলো এবং কোন ব্যক্তিদের খুঁজেছে বাংলাদেশের প্রযুক্তিপ্রেমীরা। বাংলাদেশে গুগলের সার্চ তালিকায় দেখা গেছে, বাংলাদেশের মানুষের কৌতূহলের শীর্ষে ছিল জাতীয় পরীক্ষার ফলাফল ও তারকাদের ক্ষেত্রে জেনিফার লরেন্স।  

 

গুগল ডট কম ডট বিডিতে এ বছর বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি যে বিষয়গুলো খোঁজা হয়েছে, সে তালিকা দেখে নিন :

১. এসএসসি ফলাফল ২০১৪
২. এইচএসসি ফলাফল ২০১৪
৩. বিশ্বকাপ ২০১৪
৪. সোনালী ব্যাংক
৫. জনতা ব্যাংক
৬. এনটিআরসিএ
৭. আইপিএল ২০১৪
৮. কিক
৯. ব্যাং ব্যাং
১০. ঈদ এসএমএস

 
আর ২০১৪ সালে গুগলে যেসব তারকাদের সবচেয়ে বেশি খুঁজেছে বাংলাদেশিরা, সে তালিকায় সেরা ১০ জন হচ্ছেন :  

১. জেনিফার লরেন্স
২. রবিন উইলিয়ামস
৩. সুচিত্রা সেন
৪. জেমস রদ্রিগুয়েজ
৫. নায়লা নাঈম
৬. অমৃতা অরোরা
৭. কৃতী শ্যানন
৮. আঁখি আলমগীর
৯. অর্পিতা খান
১০. নেইমার