Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

মনের কথা শুনবে রোবটিং আর্ম

মে ২৩, ২০১৫, ০৭:২০ এএম


মনের কথা শুনবে রোবটিং আর্ম

 এবার রোবটকে নিয়ন্ত্রণ করার জন্য কম্পিউটার বা অন্য কোন মনিটারিং সিস্টেমকে অপারেট করার দরকার নেই৷ শুধুমাত্র আপনি চিন্তা করলেই আপনার মনের কথা শুনে সেই কাজ করতে শুরু করবে ‘রোবটিং আর্ম’৷

গবেষনায় এমনই যুগান্তকারী সাফল্য পেলেন একদল গবেষক৷ ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে তারা এই একজন প্রতিবন্ধী যুবকের উপর ব্যবহার করা হয়েছে নয়া এই ‘রোবটিং আর্ম’৷ সেখানেও মিলেছে সাফল্য৷ এরিক ২১ বছর বয়সে এক দুঘর্টনা কার্যক্ষমতা হারান৷ তার হাত বা পা নাড়ানোর ক্ষমতাও ছিল না৷ কিন্তু এখন সে শুধুমাত্র তার ভাবনার মাধ্যমেই এই রোবটিং হাতকে নিজের কাজে ব্যবহার করাতে পারছেন এরিক৷

তবে গবেষনাকারী দলের পক্ষ থেকে জানানো হয়েছে এখন পরীক্ষামূলক পর্যায়ে আছে তাদের নয়া রোবটিং আর্ম৷ নয়া এই আবিষ্কার শারীরিক প্রতিবন্ধীদের নানাভাবে সাহায্য করবে