Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

বুক পকেটে আর স্মার্টফোন নয়

জুন ২৩, ২০১৫, ০৫:৩৪ এএম


বুক পকেটে আর স্মার্টফোন নয়

  কৃত্রিম হৃদযন্ত্রের কাজে ব্যাঘাত ঘটাতে পারে আধুনিক স্মার্টফোন৷ একটি নতুন গবেষণায় প্রমানিত হয়েছে স্মার্টফোনের ইলেক্ট্রোম্যাগনেটিক সিগনালকে পেসমেকার ভুল করে কার্ডিয়াক সিগনাল হিসাবে গ্রহণ করতে পারে৷ তার ফলে থেমে যেতে পারে কৃত্রিম হৃদযন্ত্রটির কাজ৷

পেসমেকার প্রস্তুতকারক এবং আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন স্মার্টফোনকে পেসমেকার থেকে কম করে ১০ থেকে ১৫ সেন্টিমিটার দুরে রাখার পরামর্শ দিয়েছেন৷ ১০ বছর আগে যখন পেসমেকার তৈরি করা হত তখন মোবাইলের নেটওয়ার্কের গঠন অন্যরকম ছিল৷ এখন এই গঠন বদলে গিয়েই যত বিপত্তি৷

গবেষকদের মতে কৃত্রিম হৃদযন্ত্রের মধ্যে মোবাইলের সিগনালের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভবনা কম হলেও একেবারে উড়িয়ে দেওয়া যায় না৷ তাই নিরাপদ দূরত্ব বজায় রাখাই ভালো৷ ভুল করেও স্মার্টফোন বুকপকেটে রাখবেন না৷