Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

তুরস্কের স্কুলে টুইটার-ফেসবুক নিষিদ্ধ

জুলাই ২, ২০১৫, ০১:২৮ পিএম


তুরস্কের স্কুলে টুইটার-ফেসবুক নিষিদ্ধ

 এবার স্কুলে ফেসবুক, টুইটার নিষিদ্ধ করল তুরস্ক। স্কুলের ভেতর থেকে ছবি, ভিডিওচিত্র— কোনো কিছুই প্রকাশ করা যাবে না ফেসবুক বা টুইটারে।

শুধু ফেসবুক-টুইটার নয়, স্কুলে থাকতে সামাজিক যোগাযোগের কোনো মাধ্যমই ব্যবহার করতে পারবে না শিক্ষার্থীরা।

এর আগে মার্চে নিরাপত্তার স্বার্থে তুরস্কে ফেসবুক-টুইটার বন্ধ ঘোষণা করেছিল প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সরকার।

তুরস্কের ডোগান বার্তা সংস্থার বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

খবরে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয় ১ জুলাই থেকে স্কুলে ফেসবুক, টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যম নিষিদ্ধ করেছে। বিধি ভঙ্গ করলে শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে স্কুল থেকে বহিস্কারাদেশও।

স্কুলের কর্মকর্তা-কর্মচারী কিংবা সহপাঠীদের উল্লেখ করে ‘অপমানকর’ পোস্ট বা টুইটের জন্যও রয়েছে শাস্তির বিধান।

প্রেসিডেন্ট এরদোগান এবং তার ইসলামপন্থী ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলেপমেন্ট পার্টি (একেপি) সামাজিক যোগাযোগ মাধ্যমের বিরুদ্ধে সমালোচনায় বেশ সোচ্চার।

এর আগে মার্চে দেশজুড়ে ফেসবুক-টুইটার বন্ধ করে দিয়েছিল তুর্কি সরকার। এরদোগান, এরপর তুর্কি প্রধানমন্ত্রী আহমেত ডেভুটগলুকে নিয়ে একটি অডিওচিত্র ছড়িয়ে পড়লে ওই সিদ্ধান্ত নেয় প্রশাসন।

এমনকি এপ্রিলে তুর্কি সংসদ এমন একটি বিল পাস করে, যেখানে নিয়ন্ত্রণের নামে ফেসবুক, টুইটারসহ যে কোনো ওয়েবসাইট বন্ধ করতে বিচারিক বৈধতাও দরকার নেই বলে উল্লেখ করা হয়।