Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

পিস্তল নয় আইফোন

জুলাই ৪, ২০১৫, ১১:৪৯ এএম


পিস্তল নয় আইফোন

  আপনি যদি আইফোন পকেটে নিয়ে ঘোরেন তবে পুলিশ আপনাকে গ্রেফতার করতে পারে। কেননা, আইফোনের জন্য এমন একটি কভার তৈরি করা হয়েছে যা দেখতে অবিকল পিস্তলের মত। যুক্তরাষ্ট্রের পুলিশ বিভাগ আইফোনের জন্য এই কেসিংটা না কেনার পরামর্শ দিয়েছেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের পুলিশ পিস্তত সদৃশ ঐ আইফোনের কভারের ছবি পোস্ট করে । ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো ছড়িয়ে পড়েছে।

ছবিটি গত সপ্তাহে ফেসবুকে প্রথম পোস্ট করে নিউ জার্সির টম রিভারের ওশেন কান্ট্রির প্রসিকিউটর অফিস। সেখানে তারা বলে পিস্তলের মত আইফোনের জন্য কভার তৈরি করাটা বিরাট বোকামি হয়েছে। এই কভার জনসাধারণকে না কেনার জন্য তারা অনুরোধ জানিয়েছে। এদিকে একই বার্তা লিখে পুলিশ বিভাগ টুইটারেও একটি পোস্ট দিয়েছে।

বর্তমানে অ্যামাজন ৪.৯৯ ডলারে আইফোনের ঐ কেসিংটি পাওয়া যাচ্ছে। অন্যদিকে জাপানের ট্রেন্ড শপে এটি মিলছে ৪৯ ডলারে। অ্যামাজনের প্রোডাক্ট রিভিউতে আইফোনের ঐ কভারটিকে বিপদজনক বলে আখ্যায়িত করা হয়েছে।

পুলিশ অ্যামাজনকে ঐ রিভিউটি সরিয়ে নেবার জন্য অনুরোধ জানিয়েছে। এবিষয়ে অ্যামাজন ইনকরপোরেশন এখনো কোনে মন্তব্য করেনি।