Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

মদ্যপান বেশি হলেই সতর্ক করবে স্মার্টফোনের নতুন অ্যাপ

জুলাই ৮, ২০১৫, ০৬:২৪ এএম


মদ্যপান বেশি হলেই সতর্ক করবে স্মার্টফোনের নতুন অ্যাপ

  মনে করুন উইকএন্ডে পার্টি করছেন। অফুরন্ত ফুর্তি, দেদার খানা-সঙ্গে মদ্যপান! কিম্বা কোনও পানশালায় বসে একা-একাই সুরায় মজেছেন। হুঁশ নেই, যে মদ্যপানটা আপনার পক্ষে বেশি হয়ে গিয়েছে। অথচ, এমন পরিস্থিতিতে আপনাকে বলার মতো কেউ নেই যে, আর নয়, এখানেই থামা উচিত। আপনি বাড়ি তো ফিরলেন ঠিকই। কিন্তু অর্ধচেতনভাবে। ফলে, যা হওয়ার তাই হল। গোদা বাংলায়, বেঁধে গেল তুমুল সাংসারিক অশান্তি।

এই দৃশ্য আজকাল আকছার দেখা, শোনা যায়। অথচ যদি এমন হতো যে, সেই সময়ে আপনার প্রিয় স্মার্টফোনে একটা অ্যালার্ম বেজে উঠল। খুলে দেখলেন সেখানে বলা হয়েছে, ‘আপনি আপনার অ্যালকোহল লিমিট পার করে ফেলেছেন...।’ তাহলে! হয়ত, মনে করছেন এতো আজগুবি। সোজা হলিউড স্ক্রিপ্ট। বাস্তবে এ আবার হয় নাকি। ফোন কেমন করে জানবে ?

কিন্তু, এই অবাস্তবই সম্প্রতি বাস্তবে পরিণত হয়েছে। সৌজন্য, ‘অ্যালকোহল ট্র্যাকার’। জানা গিয়েছে, এই মোবাইল অ্যাপলিকেশন (অ্যাপ) যে কোনও ব্যক্তির দৈনিক বা সাপ্তাহিক মদ্যপানের লিমিট বলে দেবে। যদি কেউ সেই সীমা অতিক্রম করে, অ্যাপটি আগাম জানান দেবে। অ্যাপটি তৈরি করেছেন একদল মার্কিন বিজ্ঞানী।

কীভাবে কাজ করে অ্যালকোহল ট্র্যাকার? জানা গেছে, শারীরিক রিপোর্টের ওপর ভিত্তি করে ওই ট্র্যাকার জানিয়ে দেবে, সংশ্লিষ্ট ব্যক্তির কতটা মদ্যপান করা উচিত। এখানেই শেষ নয়। কোনও ব্যক্তি যদি মদ্যপান ছাড়তে চান, সেখানেও সাহায্য করবে অ্যালকোহল ট্র্যাকার। ওই অ্যাপের মধ্যে মনস্তাত্ত্বিক থেরাপির ব্যবস্থাও রয়েছে, যা থেকে ওই ব্যক্তি মদ্যপান ছাড়ার সব রকম সহায়তা পেয়ে যাবেন।

এই নতুন অ্যাপের নির্মাণকারীরা জানিয়েছেন, প্রতি বছর মদ্যপানের জন্য বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হচ্ছে। যদিও বাজারে ইতিমধ্যেই বেশ কয়েকটি এই ধরনের মোবাইল অ্যাপ রয়েছে, সেগুলির কোনওটিই কিন্তু মদ্যপান ছাড়াতে সাহায্য করে না। অনেক অ্যাপ তো উল্টে পরোক্ষভাবে মদ্যপানের স্বপক্ষে প্রচার করে বলেও দাবি করেন অ্যালকোহল ট্র্যাকার-এর প্রস্তুতকারীরা।

ওই চিকিৎসকদের দল জানিয়েছে, অ্যালকোহল ট্র্যাকারে এমন ব্যবস্থা করা আছে, যার মাধ্যমে যে কোনও ব্যক্তি নিজের দৈনিক/সাপ্তাহিক মদ্যপানের তথ্য অ্যাপে তুলে রাখতে পারবেন। ইংরেজি পরিভাষায় যাকে বলা হয়, ‘লগ মেনটেইন’ করা। তার ভিত্তিতেই সেই ব্যক্তির মদ্যপানের লিমিট নির্ধারণ করবে অ্যাপটি। আর সেই সীমা লঙ্ঘন করলেই আসবে সতর্কবার্তা!এবিপি।