Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

'ব্যান' হতে চলেছে 'হোয়াটসঅ্যাপ'

জুলাই ১২, ২০১৫, ০৭:৩৬ এএম


'ব্যান' হতে চলেছে 'হোয়াটসঅ্যাপ'

   যুক্তরাজ্যে গভীর সমস্যায় জনপ্রিয় স্যোশাল মেসেজিং অ্যাপ 'হোয়াটসঅ্যাপ'। এমনকী সেখানে এটিকে খুব শীঘ্র বন্ধও করে দেওয়া হতে পারে বলে সরকারি সূত্রে জানা গেছে।

জানা গেছে, প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সরকারি আধিকারিকদের কাছে হোয়াটসঅ্যাপ, আইমেসেজ ও স্ন্যাপচ্যাটের মতো অ্যাপ্লিকেশনগুলি বন্ধ করে দেয়ার জন্য ব্যবস্থা নিতে বলেছেন।

সরকারি সূত্রে খবর, এই অ্যাপ্লিকেশনগুলিতে কোনও স্বচ্ছ্বতা নেই। এর আগেই এগুলি ব্যান করতে চেয়ে উদ্যোগী হয়েছে সরকার। কারণ এই অ্যাপ্লিকেশনগুলির 'এনক্রিপ্টেড ডেটা' উদ্ধার করা সম্ভব হয় না।

ইংল্যান্ডের সরকারি সূত্রে খবর, এই অ্যাপ্লিকেশনগুলিকে চলতে দেওয়া মানে সন্ত্রাসবাদীদের হাতে অস্ত্র তুলে দেওয়া। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে হোয়াটসঅ্যাপের মতো অ্যাপ্লিকেশনগুলি বন্ধ করে দেওয়া হতে পারে।