Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

১১ হাজার ড্রোন উৎপাদন করবে ফেসবুক

জুলাই ১৩, ২০১৫, ০৮:৩৬ এএম


১১ হাজার ড্রোন উৎপাদন করবে ফেসবুক

  বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুক জানিয়েছে, তারা একটি ড্রোন উৎপাদনকারী সংস্থা কিনতে যাচ্ছে। সংস্থাটি কিনে নেয়ার পর তারা ১১ হাজার ড্রোন উৎপাদন করবে। এসব ড্রোন আকাশে উড়ে উড়ে লেজার বিমের মাধ্যমে আফ্রিকার মত অনগ্রসর দেশে ইন্টারনেট সুবিধা ছড়িয়ে দেবে।

ফেসবুকের ইন্টারনেট ডট অর্গ প্রকল্পের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি ড্রোন উৎপাদনকারী সংস্থা কিনতে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে বিনামূল্যে ইন্টারনেট সহায়তা দেয়ার জন্য মার্ক জাকারবার্গ ইন্টারনেট ডট অর্গ চালু করেছে।

ফেসবুকের মতে বর্তমানে পৃথিবীর তিন ভাগের এক ভাগ মানুষ ইন্টারনেট ব্যবহার করে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেক ক্র্যাঞ্চ জানিয়েছে, ফেসবুক টাইটান অ্যারেস্পেস নামের একটি অ্যাডভান্স সোলার পাওয়ার ড্রোন উৎপাদনকারী সংস্থা কিনতে যাচ্ছে।

এই সংস্থাটির উৎপাদিত ড্রোন ৬৫ হাজার ফিট উচ্চতায় উড়তে পারে। এসব ড্রোন একটানা পাঁচ বছর ধরে আকাশে উড়তে পারবে।

সোলার পাওয়ার ড্রোনের রক্ষণাবেক্ষণ খরচ অনেক কম। এই ড্রোনগুলো স্যাটেলাইট বহন করতে পারে। এসব সোলার ১০০ কিলোগ্রাম ওজন বহন করতে পারে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটের বরাত দিয়ে জানা যায়, ড্রোন উৎপাদনকারী সংস্থা কিনে নেয়ার পর ফেসবুক ১১ হাজার ড্রোন তৈরি করবে। এসব ড্রোন আফ্রিকার মত অনগ্রসর দেশে লেজার বিমের মাধ্যমে ইন্টারনেট নেটওয়ার্ক বিস্তৃত করবে।