Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

প্লুটোর সাথে দেখা হচ্ছে নিউ হরাইজনের

জুলাই ১৪, ২০১৫, ০৯:২২ এএম


প্লুটোর সাথে দেখা হচ্ছে নিউ হরাইজনের

   নয় বছর ধরে প্রায় ৫০০ কোটি কিলোমিটার পথ পরিভ্রমণের পর একটি মহাকাশযান সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ প্লুটোর কাছাকাছি গিয়ে পৌঁছুচ্ছে।
মানব বিহীন মহাকাশযান নিউ হরাইজন যখন মঙ্গলবার রাতে প্লুটোর পাশ দিয়ে উড়ে যাবে তখন তার গতি থাকবে ঘন্টায় ৫০,০০০ কিলোমিটার।

বিজ্ঞানীরা আশা করছেন, এ সময় এই যান প্লুটো সম্পর্কে এমন সব তথ্য সংগ্রহ করতে পারবে যাতে সৌরজগতের প্রান্ত সম্পর্কে মানুষের ধারণাই বদলে যাবে।
এত দিন মনে করা হতো যে সৌরমন্ডলীতে প্লুটোর অবস্থান সূর্য থেকে সবচেয়ে দূরে। কিন্তু ২০০৬ সালে এই ধারণা বদলে যায়।

নিউ হরাইজনকে যারা নিয়ন্ত্রণ করছেন, তারা বলছেন প্লুটোর ২৩৭০ কি.মি. কাছে পৌঁছানোর পর নভোযানটি পৃথিবীর সাথে যোগযোগ বিচ্ছিন্ন করবে এবং তার ক্যামেরা ও অন্যান্য যন্ত্রপাতি প্লুটোর দিকে তাক করবে।

এরপর যথেস্ট ছবি এবং অন্যান্য ডেটা জোগাড় করার পর সেটি আবার নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগ করবে।মানব বিহীন মহাকাশযান পাঠিয়ে সৌর জগতের অন্যান্য গ্রহ সম্পর্কে মানুষ জানতে পেরেছে। সেই পথ ধরে প্লুটোই ছিল শেষ গ্রহ মানুষের তৈরি কোন মহাকাশযান যার কাছাকাছি পৌঁছুতে পেরেছে।বিবিসি বাংলা।