Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

নতুন গ্রহে সোনার খনি (ভিডিওসহ)

আগস্ট ১, ২০১৫, ০৮:৫০ এএম


নতুন গ্রহে সোনার খনি (ভিডিওসহ)

     সৌরজগতের খুব কাছে নতুন একটি গ্রহের সন্ধান মিলেছে। নতুন গ্রহটি পাথুরে। এর আয়তন পৃথিবী থেকে অনেকটাই বড়। নাসা বিজ্ঞানীদের মতে এই গ্রহে একাধিক সোনার খনি ও আগ্নেয়গিরি রয়েছে। নাসার স্টিজার স্পেস টেলিস্কোপের সাহায্যে আবিস্কার করা হয় প্রতিবেশী সৌরজগতের এই গ্রহকে।

নতুন গ্রহটির নাম HD219134b। এটির অবস্থান পৃথিবী থেকে সম্ভাব্য ২১ আলোকবর্ষ দূরে। খালি চোখে গ্রহটি দেখার উপায় নেই। ক্যাসিওপিয়া নক্ষত্রমণ্ডলের পাশে ভালো করে লক্ষ্য করলে ধ্রুবতারার কাছেই মিলবে HD219134b।

নাসার স্পিটজার মিশনের বিজ্ঞানী মাইকেল ওয়ার্নার জানান, পরবর্তী এক দশক ধরে প্রতিবেশী সৌরজগত নিয়ে চলবে গবেষণা। HD219134b পৃথিবী থেকে ১.৬ গুণ বড়। তার সূর্যকে একবার পদক্ষিণ করতে সময় লাগে মাত্র ৩ দিন।