Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

নিজেই তৈরি করুন থ্রিডি হলোগ্রাম প্রজেক্টর(ভিডিও)

আগস্ট ৩, ২০১৫, ০৭:৩১ এএম


নিজেই তৈরি করুন থ্রিডি হলোগ্রাম প্রজেক্টর(ভিডিও)

আধুনিক যুগে আমাদের হাতে প্রযুক্তির অভাব নেই। বিশেষ করে স্মার্টফোনের ক্যারিশমা এখন মানুষের হাতে হাতে। আর আপনার প্রিয় স্মার্টফোনটিতে সায়েন্স ফিকশন প্রযুক্তি যোগ করতে একটিমাত্র অ্যাপ ডাউনলোড করতে হবে। বাকি কাজটুকু একেবারে সোজা।

নতুন একটি ভিডিও আপনাদের হাতে-কলমে শিক্ষা দেবে। পুরনো ধাঁচের কিছু কারিগরিবিদ্যা ফলিয়ে স্মার্টফোনটিকে ত্রিমাত্রিক হলোগ্রাম করে নিতে পারবেন। দুই দিন পেরিয়েছে ইউটিউবে ভিডিওটি আপলোড করা হয়েছে। এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে তখন ১৪ লাখ ৪১ হাজার ২৪৩ বার দেখা হয়ে গেছে।
স্মার্টফোনটিকে বানিয়ে ফেলুন থ্রিডি হলোগ্রাম! (ভিডিওসহ)


কাজটি করতে একটি গ্রাফ পেপার, একটি সিডি কেস, টেপ, একটি কলম, কাঁচি, একটি চাকু আর অবশ্যই আপনার স্মার্টফোনটি প্রয়োজন হবে। প্লাস্টিকের তৈরি সিডি কভারটি কেটে একটি 'ট্র্যাপজয়েড' বানাতে হবে। ট্র্যাপজয়েড এমন এক চুতুর্ভুজক্ষেত্রে দুটো দিক সমান্তরাল থাকে। গ্রাফ পেপারে আগে কলম দিয়ে ট্র্যাপজয়েড এঁকে সেই মাপে সিডি কভার কেটে নিন। এবার এগুলো টেপ দিয়ে আটকে ছবির মতো ফানেল তৈরি করুন। একে স্মার্টফোনের স্ক্রিনে রাখলে ছবি থ্রিডি ছবির মতো প্রতিফলিত হবে।

ট্র্যাপজয়েডের মধ্যে ত্রিমাত্রিক হলোগ্রাম তৈরি হবে। মনে হবে ফোন থেকে ছবিটি বেরিয়ে এসেছে। - See more at: http://www.kalerkantho.com/online/info-tech/2015/08/03/251843#sthash.mwoXo5oU.dpuf

   আধুনিক যুগে আমাদের হাতে প্রযুক্তির অভাব নেই। বিশেষ করে স্মার্টফোনের ক্যারিশমা এখন মানুষের হাতে হাতে। আর আপনার প্রিয় স্মার্টফোনটিতে সায়েন্স ফিকশন প্রযুক্তি যোগ করতে একটিমাত্র অ্যাপ ডাউনলোড করতে হবে। বাকি কাজটুকু একেবারে সোজা।

নতুন একটি ভিডিও আপনাদের হাতে-কলমে শিক্ষা দেবে। পুরনো ধাঁচের কিছু কারিগরিবিদ্যা ফলিয়ে স্মার্টফোনটিকে ত্রিমাত্রিক হলোগ্রাম করে নিতে পারবেন। দুই দিন পেরিয়েছে ইউটিউবে ভিডিওটি আপলোড করা হয়েছে। এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে তখন ১৭ লাখ ২১হাজার ১৮ বার দেখা হয়ে গেছে।

কাজটি করতে একটি গ্রাফ পেপার, একটি সিডি কেস, টেপ, একটি কলম, কাঁচি, একটি চাকু আর অবশ্যই আপনার স্মার্টফোনটি প্রয়োজন হবে। প্লাস্টিকের তৈরি সিডি কভারটি কেটে একটি 'ট্র্যাপজয়েড' বানাতে হবে। ট্র্যাপজয়েড এমন এক চুতুর্ভুজক্ষেত্রে দুটো দিক সমান্তরাল থাকে। গ্রাফ পেপারে আগে কলম দিয়ে ট্র্যাপজয়েড এঁকে সেই মাপে সিডি কভার কেটে নিন। এবার এগুলো টেপ দিয়ে আটকে ছবির মতো ফানেল তৈরি করুন। একে স্মার্টফোনের স্ক্রিনে রাখলে ছবি থ্রিডি ছবির মতো প্রতিফলিত হবে।

ট্র্যাপজয়েডের মধ্যে ত্রিমাত্রিক হলোগ্রাম তৈরি হবে। মনে হবে ফোন থেকে ছবিটি বেরিয়ে এসেছে।

বিশ্বাস না হয় ভিডিওটিতে দেখুন: