Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

আবিষ্কার হলো মঙ্গলগ্রহে যাওয়া সহজ পথ

ডিসেম্বর ২৯, ২০১৪, ১০:২০ এএম


আবিষ্কার হলো মঙ্গলগ্রহে যাওয়া সহজ পথ

  সম্প্রতি এশিয়ার প্রথম দেশ হিসেবে ভারতের মঙ্গলযান 'মঙ্গলায়ন'  মঙ্গলের কক্ষপথে ঢুকে পড়ে ইতিহাস গড়েছে। শুধু তাই নয়; এই প্রথম কোনো দেশ প্রথম প্রচেষ্টাতেই মঙ্গল অভিযানে সফল হয়েছে। সুতরাং, ভারত দাবি করতেই পারে_ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মতো মহাকাশ শক্তির চাইতে এক্ষেত্রে তাদের মহাকাশ গবেষণা সংস্থা ভালো করেছে।

তবে, সম্প্রতি আরও সহজ হল মঙ্গলযাত্রার পথ। গবেষকদের মতে এই পথ অপেক্ষাকৃত নিরাপদ ও কম খরচ বহুল। নাসার ডিরেক্টর জানিয়েছেন, ‘এটা নাসার জন্য একটা বড় সাফল্য।’ লক্ষ লক্ষ ডলার খরচ করে মঙ্গল অভিযান করতে হয়। তার থেকে নিস্তার মিলবে এবার। নাসা থেকে প্রকাশিত একটি জার্নালে এই খবর জানানো হয়েছে।