Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

গুগলের নতুন অ্যালফাবেট ব্লক করল চীন

আগস্ট ১৩, ২০১৫, ০৬:০২ এএম


গুগলের নতুন অ্যালফাবেট ব্লক করল চীন

     গুগলের নতুন অ্যালফাবেট ব্লক করে দিয়েছে চীন।গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজ জানান, ব্যবসা ঢেলে সাজছেন তাঁরা। এ বার থেকে মূল সংস্থার নাম হবে অ্যালফাবেট। তার নেতৃত্ব দেবেন তিনি এবং গুগলের সহ- প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন। আর সেই অ্যালফাবেটের প্রধান শাখা হবে গুগল। যার আওতায় থাকবে অ্যান্ড্রয়েড, সার্চ, অ্যাড (বিজ্ঞাপন), ইউটিউব, ম্যাপের মতো ব্যবসা। অ্যালফাবেটের নয়া ওয়েবসাইট www.abc.xyz -কে ব্লক করে দেয় চীন। যেখানে বিশ্বের সবথেকে বৃহৎ ইন্টারনেট সেন্সরশিপ সিস্টেম চালু রয়েছে। গোটা বিশ্ব একনামে চেনে "Great Firewall" বলে। ব্লক করে দেওয়া হলেও চীনের সর্ববৃহৎ দৈনিক পিপলস ডেইলি-তে কিন্তু গুগলের নয়া কাঠামো পাতাজোড়া জায়গা করে নিয়েছে।