Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪,

উন্মুক্ত করা হল স্টিফেন হকিংয়ের কথা বলার সফটওয়্যার

আগস্ট ২০, ২০১৫, ০৬:২১ পিএম


উন্মুক্ত করা হল স্টিফেন হকিংয়ের কথা বলার সফটওয়্যার

 পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংয়ের ব্যবহৃত সফটওয়্যারটি সবার জন্য উন্মুক্ত করেছে এর নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল। মোটর নিউরন রোগে আক্রান্ত হয়ে কথা বলার ক্ষমতা হারানো হকিং এই সফটওয়্যারটি ব্যবহার করেই কথা বলার কাজ সেরে নিতেন।

চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল স্টিফেন হকিংয়ের জন্য বিশেষভাবে এই সফটওয়্যারটি তৈরি করেছিল। তিনি কেবল তার হাতের আঙ্গুলে যা লিখতেন, তাই পড়ে শোনাতো সবাইকে।

এসিএটি (অ্যাসিস্টিভ কনটেক্স-এয়ার টুলকিট) নামের এই সফটওয়্যারটি কোড রিপোজিটরি ওয়েবসাইট গিটহাবে প্রকাশ করা হয়েছে। ওপেন সোর্স লাইসেন্সের আওতায় প্রকাশ করার কারণে যে কেউ চাইলে এর উন্নয়নে কাজ করতে পারবেন।

এই সফটওয়্যারটি মোটর নিরন রোগে আক্রান্তদের জন্য আশার আলো হিসেবে কাজ করবে, এমনটাই মনে করছে ইন্টেল।