Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪,

মহাসড়কে মেরামত করবে স্বয়ংচালিত ট্রাক (ভিডিওসহ)

আগস্ট ২৬, ২০১৫, ১২:৩৯ পিএম


মহাসড়কে মেরামত করবে স্বয়ংচালিত ট্রাক (ভিডিওসহ)

গুগলের স্বয়ংচালিত গাড়ির খবর কে না জানে। এবার স্বয়ংচালিত ট্রাকের খোঁজ মিললো যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনায় তৈরি করা হলো পৃথিবীর প্রথম স্বয়ংচালিত ট্রাক। এই ট্রাকটি দিয়ে মহাসড়কের ক্ষতিগ্রস্থ অংশ পুনঃনির্মাণ এবং নির্মাণ সামগ্রী পরিবহনে ব্যবহার করা হবে।

ট্রাকটি তৈরি করেছে রয়েল ট্রাক অ্যান্ড ইকুইপমেন্ট। তারা ট্রান্সপোর্টেশন বিভাগের পাইলট প্রোগ্রামের অংশ হিসেবে ট্রাকটি তৈরি করেছে।
ট্রাকটির উদ্ভাবনকারীরা জানিয়েছেন, স্বয়ংচালিত ট্রাকটি জিপিএস ওয়েপয়েন্ট নেভিগেশনের মাধ্যমে তিনভাবে নিয়ন্ত্রণ করা যায়। ট্রাকটি নিয়ন্ত্রণের জন্য নির্দিষ্ট প্রোগ্রামিং করা আছে। বর্তমানে ট্রাকটি প্রোটোটাইপ পর্যায়ে রয়েছে। খুব শিগগিরেই এটির বাণিজ্যিক উৎপাদন শুরু হবে।