Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

অবৈধ ভিওআইপি: ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

সেপ্টেম্বর ৩, ২০১৫, ১২:১২ পিএম


অবৈধ ভিওআইপি: ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

   অবৈধ ভিওআইপি ব্যবসায়ীদের নাম, ঠিকানা এবং পরিচয় দিতে পারলে তথ্য দাতাকে এক লাখ টাকা পুরস্কার দেবে সরকার। বৃহস্পতিবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়া হয়।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এম রায়হান আখতার স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১ অনুযায়ী অবৈধ আন্তর্জাতিক কল আদান প্রদান আইনত দন্ডনীয় অপরাধ। অপরাধ দমনে সরকার লাগাতার অভিযান চালাচ্ছে। অপরাধ আরও কমিয়ে আনতে সকলের সহযোগিতা প্রয়োজন।

এ ধরনের অপরাধীদের নাম, পরিচয় ও ঠিকানা প্রদান করলে, তদন্তে তা প্রমাণিত হলে তথ্য দাতাকে এক লাখ টাকা পুরস্কার দেয়া হবে। এক্ষেত্রে তথ্য দাতার নাম ও পরিচয় গোপন রাখা হবে। তথ্য প্রদানকারী সরাসরি ডাক ও টেলিযোগাযোগ সচিব ও বিটিআরসির চেয়ারম্যানের কাছে তথ্য প্রদান করতে পারবেন।