Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

অবশেষে ফেইসবুকে চালু হয়েছে ‘ডিসলাইক’ বাটন

অক্টোবর ৯, ২০১৫, ০৯:৫২ এএম


অবশেষে ফেইসবুকে চালু হয়েছে ‘ডিসলাইক’ বাটন

     অবশেষে ফেইসবুকে চালু করা হলো ডিসলাইক বাটন। তবে একটু ভিন্নভাবে। ফেইসবুক সরাসরি ডিসাইক বাটন চালু করেনি। এক্ষেত্রে ফেইসবুক কোন পোস্টে লাইক দেয়ার সময় ছয়টি ইমোজি দেখাবে। এই ইমোজিগুলো হলো, Love, Haha, Yay, Wow, Sad, Angry। তাই কোনো পোস্ট পছন্দ না হলে স্যাড কিংবা অ্যাংরি ইমোজি দিয়ে ডিসলাইকের কাজটি সারা যাবে। ফেইসবুক তাদের নতুন এই ফিচারকে বলছে ‘এক্সপ্রেসিভ লাইক’। শুরুতেই সবদেশের ফেইসবুকের ব্যবহারকারীরা ‘ডিসলাইক’ বাটনের সুবিধা নিতে পারবে না। ফেইসবুক পরীক্ষামূলকভাবে এই সুবিধা স্পেন এবং আয়ারল্যান্ডের বাসিন্দাদের জন্য চালু করেছে।


নতুন এই ফিচার চালু করা প্রসঙ্গে ফেইসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ তার ফেরিফায়েড ফেসবুকে লিখেছেন, ‘আজ আমরা পরীক্ষামূলকভাবে এক্সপ্রেসিভ লাইক বাটন চালু করলাম। এই বাটনের সাহায্যে খুব সহজেই নিজেকে প্রকাশ করা যাবে। ফেইসবুক ব্যবহারকারীরা ‘ডিসলাইক’ বাটন চালু করার জন্য প্রস্তাব দিয়ে আসছিল। সেটাকে একটু ভিন্নতর ভাবে চালু করা হলো। এখন থেকে কেনো পোস্টে লাইক দেয়ার ক্ষেত্রে নিজেকে আরও ভালো ভাবে প্রকাশকরা যাবে।’ তবে কবে থেকে সকল দেশের ফেইসবুক ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন সে বিষয়ে খোলাসা করে জুকারবার্গ জানাননি।