Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

পেন ড্রাইভেই করা যাবে কম্পিউটারের কাজ

অক্টোবর ১০, ২০১৫, ০১:৩১ পিএম


পেন ড্রাইভেই করা যাবে কম্পিউটারের কাজ

    সাশ্রয়ী মূল্যে স্টিক কম্পিউটার বাজারে ছাড়লো ভারতের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান প্যানাসি। এই স্টিক কম্পিউটির নাম ‘প্যানাসি এয়ার পিসি’। পেন ড্রাইভের মত দেখতে এই স্টিকটি মনিটরের সঙ্গে জুড়ে দিলে কম্পিউটারের সকল কাজই করা যাবে। এই স্টিক পিসিটি উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত। স্টিক পিসিটির উৎপাদনকারী প্রতিষ্ঠান জানিয়েছেন, এটি দিয়ে এলইডি, এলসিডি প্রজেক্টর কিংবা এইচডিএমআই পোর্টের সাহায্যে ডিসপ্লেতে সংযোগ দিয়ে কম্পিউটারের সকল সুবিধা নেয়া যাবে।

স্টিক পিসিটিতে আছে ইন্টেলের কোয়াডকোর অ্যাটম প্রসেসর। প্রসেসরের ক্লকস্পিড ১.৩৩ গিগাহার্টজ। র‌্যাম আছে ২ জিবি। পিসিটি ১৬ এবং ৩২ জিবি ভার্সনে পাওয়া যাচ্ছে। মাইক্রোসএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ছোট আকারের এই স্টিক পিসিটিতে ওয়াইফাই, ব্লুটুথ নেটওয়ার্ক কানেকটিভিটি রয়েছে।
এটিতে মাইক্রোইউএসবি পোর্ট এবং ইউএসবি ২.০ পোর্ট রয়েছে। চার ইঞ্চি লম্বা এই পিসিটির দাম ৯ হাজার ৯৯৯ রুপি। ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশি টাকায় এটির মূল্য দাঁড়ায় ১১ হাজার ৯৯৯ টাকা।