Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

ফেসবুকে 'স্লাইডশো' ফিচার

অক্টোবর ৩১, ২০১৫, ০২:০৭ পিএম


ফেসবুকে 'স্লাইডশো' ফিচার

   সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুক দিনে দিনে আরও ব্যাবহারবান্ধব হয়ে উঠছে। প্রতিনিয়ত নতুন ফিচার দিয়ে নিজেদের নিয়ে যাচ্ছে অন্য উচ্চতায়। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার ব্যবসাসংক্রান্ত কাজের জন্য একটি নতুন ফিচার উন্মুক্ত করেছে যার নাম 'স্লাইডশো'। ফেসবুক তাদের নিজস্ব ব্লগসাইটে জানিয়েছে, এই ফিচারটির দ্বারা কিছু স্থিরচিত্রের সাহায্যে একটি স্বল্পদৈর্ঘ্যের ভিডিওচিত্র তৈরি করা যাবে যা ব্যবসায়িক বিজ্ঞাপন হিসাবে ব্যবহৃত হবে। এর দ্বারা ব্যবসায়ী ও বিজ্ঞাপনদাতারা সহজেই তাদের পণ্যের বিবরণসহ ছোট একটি স্লাইড তৈরি করে গ্রাহকদের সামনে উপস্থাপন করতে পারবে।

নতুন ফিচারের শর্তাবলী যাচাই করে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের ডিভাইসের সাহায্যে ফেসবুক ব্যবহার করে থাকে এবং খরচের বিষয়টাও এ ক্ষেত্রে মাথায় রাখতে হয়। এসব বিবেচনা করেই ফেসবুকের এই নতুন উদ্যোগ যা বিজ্ঞাপন হিসাবেও ব্যবহৃত হবে।

খুব শিগগিরই সারা বিশ্বের ব্যবহারকারীরা ফিচারটি উপভোগ করতে পারবেন বলে ফেসবুক জানিয়েছে