Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

সেলফি আসক্তি কমাতে পিল!

নভেম্বর ৮, ২০১৫, ০১:১১ পিএম


সেলফি আসক্তি কমাতে পিল!

   মোবাইলে অযথা সেলফি তোলার কারণে ‍একে সেলফির যুগ বলা হলেও এ নিয়ে পাগলামি কিছুটা কমেছে বলেই মনে করেন বিশেষজ্ঞরা। তারপরও সেলফিতে আসক্তি অসংখ্য মানুষকে আচ্ছন্ন করে রেখেছে। এ নেশা থেকে মুক্তি পেতে অনেকে মনোবিজ্ঞানীর দ্বারস্থ হচ্ছেন। কিন্তু তাই বলে পিল! সেলফি থেকে মুক্তি পেতে চিকিৎসায় পিলের সন্ধান মিললো এবার।

সেলফিতে মারাত্মক আসক্তদের জন্যে বাজারে এসেছে 'অ্যান্টি-সেলফি ট্যাব'। এই ট্যাবলেই পুরুষদের দিনে একটি এবং নারীদের দিনে ৫টি পর্যন্ত খেতে বলা হয়েছে।
সেলফি আসক্তি কমাতে বাজারে এলো পিল!

   সেলফিতে যে শুধু সাধারণ মানুষই আসক্ত হয়ে রয়েছেন তা নয়। বিশ্ব নেতারাও এতে আসক্ত বলেই মনে হয়। ওপরের ছবিতে দেখুন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা (ছবির ডানে), ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন (বামে) এবং মাঝখানে ডেনমার্কের প্রেসিডেন্ট হেলে থরনিং শ্যুমিৎ। তিনজনই সেলফি তুলতে ব্যস্ত।

মার্কিন বাজারে আসা সেলফি মুক্তির এই ওষুধটি ক্রিসমাসের ভালো উপহার হবে বলে মনে করছেন সবাই। এর প্রতিটি বক্সের দাম ১৫.২২ ডলার।
সূত্র : স্পুটনিক